সুনামগঞ্জের ছাতকে করোনা আক্রান্ত হয়ে আব্দুল হক নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
আব্দুল হক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।
জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
সোমবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।
তিনি জানান, ২৯ মে আব্দুল হক এবং তার ছেলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়।