মঙ্গলবার, মে ২১, ২০২৪

গাজ্জার শেষ নিরাপদস্থল রাফায় ইসরাইলী হামলার বিরুদ্ধে পদক্ষেপ চায় জাতিসংঘ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার শেষ নিরাপদস্থল রাফা শহরে হামলার প্রস্তিতি নিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

এমতাবস্থায় রাফাতে হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি রাফাতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

প্রথমে দেশটির পক্ষ থেকে বলা হয় জিম্মি চুক্তি করলে রাফাতে হামলা করা হবে না। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক এখন ইসরাইল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, রাফাতে সামরিক হামলা হলে তা পরিস্থিতি অসহনীয়ভাবে উত্তপ্ত করবে, আরও হাজার হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে এবং হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করবে।

পরিস্থিতির গুরুত্বকে তুলে ধরে তিনি জোর দিয়ে বলেন, রাফাতে সামরিক হামলা শুধুমাত্র “গাজ্জার ফিলিস্তিনিদের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে” তা নয়, বরং পুরো অঞ্চল জুড়ে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img