মঙ্গলবার, মে ২১, ২০২৪

আন্তর্জাতিক আদালতের তদন্ত নিয়ে ভণ্ডামি করছে আমেরিকা : রাশিয়া

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তের বিরোধিতা করা আমেরিকার ভণ্ডমি বলে মন্তব্য করেছে মস্কো।

ওয়াশিংটনের বিরুদ্ধে মস্কো বলেছে, ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তের বিরোধিতা করেছে আমেরিকা। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এ আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানার সমর্থন করেছে। এটি আমেরিকার ভণ্ডামি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে করা এক পোস্টে এসব কথা বলেন।

যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করতে পারে আইসিসি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও সাত মাস ধরে গাজ্জায় ইসরাইলী বাহিনীর হামলার তদন্ত করছে আইসিসি।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ–পিয়েরে গত সোমবার বলেন, ইসরাইলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না আমেরিকা। এ ছাড়া এই বিষয়ে আদালতের এখতিয়ারের বিষয়টিতেও বিশ্বাস করে না তারা।

তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সংগত। ইউক্রেনে কথিত রুশ যুদ্ধাপরাধের বিবরণ আইসিসির কাছে তুলে ধরেছে আমেরিকা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img