মাহমুদুর রহমান মান্না করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান গণমাধ্যমকে জানান, গত দুই দিন ধরে জ্বর ও কাশি ছিল মান্নার। পরে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও বলেন, মান্না এখনও বাসায় আছেন এবং শারীরিকভাবে ভালো আছেন। তবে শারীরিক অবস্থা ভালো থাকলেও আমরা ঝুঁকি নিতে চাই না। এজন্য হাসপাতালে ভর্তি করাব তাকে।