বাংলাদেশে ভারতের হিন্দুত্বাদী বিজেপি সরকারের প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে গত ২৬ মার্চ তৌহিদি জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নির্বিচার গুলিতে নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (২ এপ্রিল) হেফাজতে ইসলামের ডাকা সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল কর্মসূচী পালনে নির্দেশনা দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবনুগরীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। কওমী মাদরাসা শিক্ষাবোর্ড হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমীয়ার কেন্দ্রীয় পরীক্ষা ও মেডিকেল পরীক্ষার কারণে দেওয়া নির্দেশনাগুলো হলো, ১.কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুম’আ সমাবেশ অনুষ্ঠিত হবে।
২. সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না। ৩. নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে আয়োজন করবে