উত্তম দলুই নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা বিজেপির দুষ্কৃতীরা ঘটিয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ মার্চ) রাতে কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চলের দাদপুর গ্রামের হরিহর চক বুথ এলাকায় এই ঘটনা ঘটে।
তার পরিবারের অভিযোগ করেছেন, রাতে ভাত খেতে বসেছিলেন উত্তম। এ সময় একদল লোক বাড়িতে ঢুকে হামলা চালায়।উত্তমকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাড়ির বাইরে একটি সাঁকোর কাছে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। তারপর পেটে ছুরি বসিয়ে দেয়। একাধিক বার ছুরি দিয়ে কোপানো হয় উত্তমকে।
বিজেপির প্রায় ৩০-৩৫ জন দুষ্কৃতী মিলে হামলা চালায় বলে অভিযোগ উত্তমের পরিবারের। তারা জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় উত্তমকে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।