‘জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ’-প্রতিপাদ্য নিয়ে অমর একুশ বইমেলার পর্দা উঠেছে। কয়েক দশকের ধারাবাহিকতায় হওয়া বইমেলাটির এবার উদ্বোধন ও ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এ বইমেলার উদ্বোধন ও পুরস্কার তুলে দেন তিনি।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাগত বক্তব্য রাখেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।