বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

আগামীকাল সকাল ৯টায় ইজতেমার আখেরি মোনাজাত

৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ইজতেমাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চায় তারা সেটা করতে পারছে না। আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইজতেমার কোথাও নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ নেই। আমরা মুসল্লিদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইজতেমা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। তারাও নিরাপত্তার দিকটি দেখছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img