অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধে একটি বড়সড় যুদ্ধবিরতি চুক্তি ছাড়া সেখানের ইসরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে কোন আলোচনা হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ (পিআইজে)
বুধবার (৩১ জানুয়ারি) সশস্ত্র সংগঠনটি সেক্রেটারি জেনারেল জিয়াদ আল নাখালাহ এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “আমরা নিশ্চিত করে বলতে চাই, একটি বড়সড় যুদ্ধবিরতি ছাড়া কোন বোঝাপড়ায় সংযুক্ত হবো না আমরা, এখান থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার করতে হবে, সেই সঙ্গে গাজ্জা পুনর্গঠনের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি একটি স্পষ্ট রাজনৈতিক সমাধান দিতে হবে যা ফিলিস্তিনি জনগণের অধিকারের নিশ্চয়তা প্রদান করবে।”
এদিকে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ প্যারিসে বৈঠকের পর একটি যুদ্ধ বিরতির প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই প্রস্তাবটির বিষয়ে বৈঠকের জন্য তিনি কায়রোতে যাবেন বলে জানানো হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর