ইরাকে দখলদার আমেরিকার বাহিনীর উপস্থিতির পর থেকেই উল্লেখযোগ্যভাবে ইরাকি নাগরিকদের মধ্যে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ইরাকের ফার্মেসি ইউনিয়নের প্রধান ডাঃ এলাহিতি বিভিন্ন পরিসংখ্যান অনুসরণ করে এ তথ্য প্রদান করেছেন।
তিনি বলেন, “আমেরিকার ইরাক দখল করার পর থেকে আজ অবধি আমরা ক্যান্সারের বৃদ্ধি দেখতে পাচ্ছি।”
এই ইরাকি বিশেষজ্ঞের মতে ইরাকিদের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। যার অন্যতম কারণ হল আমেরিকার সৈন্যবাহিনীর দ্বারা অতিমাত্রার ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়ামের ব্যবহার। এর ব্যবহার বিপুল সংখ্যক বেসামরিক জনগণকে তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শ নিয়ে আসে। এর চলে ফলে ক্যান্সারের বৃদ্ধি ঘটার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ইরাকের বিশিষ্ট ডাক্তার ও বিজ্ঞানীরা দাবি করেছে মার্কিন সৈন্যরা ইরাক আক্রমণের পর থেকেই কিডনি, ফুসফুস ও লিভারজনিত বিভিন্ন রোগ বৃদ্ধি পেয়েছে যা ইরাকে আগে দেখা যায়নি। এছাড়াও জন্মগত ত্রুটি ও বন্ধ্যাত্বের ব্যাপকভাবে বৃদ্ধি ঘটেছে
২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে। এ যুদ্ধে ৪ হাজার ৫০০ মার্কিনসৈন্য প্রাণ হারায়। হানাদার আমেরিকার বাহিনী নির্মমভাবে দেড় লাখের বেশি ইরাকের নারী, শিশু ও সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এমনকি ইরাকে যুদ্ধ করা ৬ লাখের বেশি মার্কিন অভিজ্ঞ যোদ্ধা এখন প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত।