ভারতীয় সংসদের নিম্ন কক্ষ লোকসভায় প্রধান বিরোধীদল কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবলমাত্র হিন্দুদের নেতা।
সম্প্রতি হিন্দি ‘আজতক’ টেলিভিশন চ্যানেলে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
অধীর বাবু বলেন, প্রধানমন্ত্রী সার্বজনীন প্রধানমন্ত্রী হতে পারেননি। মোদি সব শ্রেণির নেতা হতে পারেননি। ২০ কোটি মুসলিমকে জিজ্ঞেস করুন মোদি কী তাদের নেতা? উনি হিন্দুদের নেতা হিসেবে রাজত্ব করতে চান। উত্তর প্রদেশের নির্বাচনে দেখুন একজন মুসলিমকেও কী জায়গা দেওয়া হয়েছে?
অধীর চৌধুরী বলেন, ভারতে এ সময়ে ধর্মের রাজনীতি হচ্ছে। কিন্তু এ জিনিষ স্থায়ী হবে না। এটা স্থায়ী বৈশিষ্ট নয়।