ভারত দখলকৃত কাশ্মীরিদের জন্য ওসামা বিন লাদেন থেকে অর্থ নিতেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এমনটায় অভিযোগ করেছেন আমেরিকায় নিযুক্ত সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত ও নওয়াজ শরিফের মন্ত্রিসভার সদস্য আবিদা হুসেন।
তিনি বলেন, ওসামা বিন লাদেনের থেকে টাকা নিতেন নওয়াজ শরিফ। তবে বিষয়টি অত্যন্ত জটিল। ওসামা বিন লাদেন আর্থিক সাহায্য দিতেন।
উল্লেখ্য, বর্তমানে চিকিৎসার জন্য পাকিস্তানের বাইরে রয়েছেন নওয়াজ শরিফ। দু’টি দুর্নীতি মামলায় তাকে বারবার সমন পাঠানো হলেও আদালতে হাজির হননি তিনি। তারপরই গত ডিসেম্বর মাসে তাকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা দেন পাক বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মহসিন আক্তার কয়ানির বেঞ্চ।