ভারতের আসামের প্রভাবশালী মন্ত্রী ও উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, মিঞা মুসলিমদের নিজেস্ব এজেন্ডা আছে। সেজন্য তারা বিজেপিকে ভোট দেবে না তা নিশ্চিত। মিঞাদের ভোটের প্রয়োজন নেই। তারা বিজেপিকে ভোট দেবেন না। সেজন্য মিঞাদের কাছে বিজেপি ভোট চাইবে না।
রোববার (৩১ জানুয়ারি) তিনি এসব কথা বলেন বলে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
হিমন্তবিশ্ব শর্মা বলেন, মিঞা অধ্যুষিত কেন্দ্রগুলোতে বিজেপি প্রার্থী দেবে এটা জেনেই যে, এসব কেন্দ্রে আমরা জিতব না। প্রার্থী দেব এজন্যই যে, যাতে আমাদের যারা ভোটার, তাদের যেন বাধ্য হয়ে কংগ্রেস বা এআইইউডিএফের প্রার্থীকে ভোট না দিতে হয়। এই ভাবনা নিয়েই মিঞাদের কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবে।
হিন্দুত্বাদী এই নেতা বলেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি মিঞা মুসলিমরা বিজেপিকে ভোট দেন না। পঞ্চায়েত ভোট হোক কিংবা ২০১৪ সালের লোকসভা, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও তারা বিজেপিকে ভোট দেননি। বিজেপিকে মিঞাদের ভোট না দেওয়ার কারণ তাদের নিজেস্ব এজেন্ডা আছে। বিজেপি তাতে বাধা দেয় সেজন্য মিঞাদের ভোট পাই না।