জাপানে আঘাত হেনেছে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সোমবার (১ জানুয়ারি) উপকূলবর্তী অঞ্চল ইশিকাওয়ায় এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
জাপান আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ইশিকাওয়া ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে অনুভূত শক্তিশালী ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিলো ৭.৬ ডিগ্রি। এর ঘন্টাখানেক পর মধ্য জাপানে আবার ভূমিকম্প অনুভূত হয়। তবে তা ছিলো মাঝারি আকারের, ৪ ডিগ্রি।
এছাড়া এক মার্কিন সংস্থা জানায়, তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে জাপানের বিভিন্ন অংশে ১ মিটার উঁচু ঢেউয়ের আঘাত হানার পর মধ্য জাপান জুড়ে মাঝারি আকারের এক দীর্ঘ ভূমিকম্প অতিক্রম করেছে। এর ফলে বড় ধরণের সুনামির আশঙ্কা করছে তারা।
জাপান সরকারও বড় ধরণের সুনামির আশঙ্কায় ইশিকাওয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চলের নীচু স্থানে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।
ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক নির্দিষ্ট বার্তা দেয়নি দেশটির সরকার। তবে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় যে, ইশিকাওয়া, ওয়াজিমা সহ জাপানের বিভিন্ন অংশের প্রচুর ঘরবাড়ি ও রাস্তাঘাট ধ্বংস হয়ে গিয়েছে। অনেক ঘরবাড়ি আগুনে জ্বলছে।
ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের তথ্যমতে, ব্রিজ ও রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় তারা উদ্ধার ও আগুন নেভানোর কাজে যেতে বাধাগ্রস্ত হচ্ছেন। অসংখ্য মানুষ ঘরবাড়ির নীচে চাপা পড়ে রয়েছেন।
সূত্র: আল জাজিরা