দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণকে গ্রেফতার করার জন্য রবিবার সকাল পর্যন্ত বৃহৎ আকারে অভিযান চালিয়েছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বাহিনী।
স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছে মোট পাঁচটি শরণার্থী শিবিরে তান্ডব চালিয়ে সেখানকার বেশ কয়েকটি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। ভবনগুলো রক্ষার্থে ফিলিস্তিনিরা এগিয়ে এলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে ২ জন আহত হয়েছে।
প্রসঙ্গত, এসব শরণার্থী শিবের মধ্যে রয়েছে তুলকার্ম, নূর শামস, নাবলুসের আস্কার শিবির, জেরিকোর আকাবাত জাবির শিবির ও হেবরনের দক্ষিণে অবস্থিত ফাওয়ার শিবির।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সারারাত ধরে দুটি বুলডোজার তুলকার্ম ও নূর শামস শরনার্থী শিবিরের বিভিন্ন অবকাঠামো ধ্বংস করেছে। এসময় তাদের সুরক্ষা প্রদান করতে বাসার ছাদে অবস্থান নেয় ইসরাইলি স্নাইপার।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, তদন্তের জন্য কয়েক ডজন বাড়িতে হানা দেয় দখলদার বাহিনী। এতে ফিলিস্তিনিরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর