তিউনিসিয়ার ধর্মনিরপেক্ষ দল ‘তিউনিসিয়ান ফ্রি কনস্টিটিউশনাল পার্টি’ এর প্রধান আবির মুসা ইসলামপন্থীদের নির্মূল করার জন্য মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ আল-সিসিকে আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার (৩০ ডিসেম্বর) আল-কুদস আল-আরাবির এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।
গত বৃহস্পতিবার তিউনিসে আরব লীগের অফিসের সামনে আয়োজিত একটি বিক্ষোভে আবির মুসা মিশরের প্রেসিডেন্ট আল-সিসিকে নেতা হিসাবে বর্ণনা করে একটি বার্তা পাঠান।
চিঠিতে মুসা তাকে সম্বোধন করে বলেন, “আপনার দেশে রাষ্ট্রপতি নির্বাচনের পরে আপনি মুসলিম ব্রাদারহুড থেকে মুক্তি পেয়েছেন। আমরা এখানে তিউনিসিয়ায় তাদের দ্বারা ভুগছি। আমরা আপনাকে অনুরোধ করছি তাদের অপসারণ করুন যারা দেশকে ধ্বংস করছে।”
মুসা আরব লীগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সন্ত্রাস দমনের জন্য আরব কনভেনশন সক্রিয় করুন ও তিউনিসিয়া থেকে কাতারের দাতব্য সংস্থাগুলোকে বহিষ্কার করতে বাধ্য করুন, যেগুলি বেশ কয়েকটি আরব দেশ দ্বারা সন্ত্রাসী হিসাবে মনোনীত হয়েছে।”
সূত্র : মিডিল ইস্ট মনিটর