মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

মুফতী আব্দুল হালীম বোখারী ছিলেন ইলমী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র

ইনসাফ | মাহবুবুল মান্নান


দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সাবেক মুহতামিম মুফতী আব্দুল হালিম বোখারী র জীবন,কর্ম ও অবদান শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) চট্টগ্রাম পটিয়া বাড়ৈকাড়া কেন্দ্রীয় গাজী হামজা জামে মসজিদে বাড়ৈকাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্ব মাওলানা মোজাম্মেল হক চৌধুরী সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়েছে।

পটিয়া বাড়ৈকাড়া আল মাদরাসাতুল ইসলামিয়া ইউনিছিয়া আজিজুল উলুম মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুফতী আব্দুল হালীম বোখারী ছিলেন বাংলাদেশের ইলমী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। গভীর জ্ঞান সম্পন্ন একজন পণ্ডিত আলেম।

বক্তারা বলেন, মুফতী বোখারীর ইন্তেকালে বাংলাদেশের আলেম-ওলামা ও দ্বীনদার মুসলিম সমাজ একজন সত্যিকারের অভিভাবক হারালো। দেশ হারালো একজন শ্রেষ্ঠ সন্তান। যার শূন্যতা পুরণ হবার নয়।

অনুষ্ঠানে মুফতী বোখারীর স্মরণে নাশিদ পরিবেশন করেছেন চট্টগ্রামের নবজাগরণ শিল্পীগোষ্ঠির পরিচালক মাওলানা আলমগীর বিন কবির।
এছাড়া মাওলানা শোয়াইব আল হাসান, মাওলানা এমদাদ জমিরাবাদী, মাওলানা ইমতিয়াজও নাশিদ পরিবেশন করেছেন।

সর্বশেষ মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর মুনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাপ্ত হয়।

দোয়া মাহফিলে আলোচনা করেন পটিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ওবাইদুল্লাহ হামজা,পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী,মাওলানা হাফেজ তৈয়ব,মাওলানা রেজাউল করিম বোখারী,ইনসাফ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মাওলানা মাহবুবুল মান্নান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img