শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সামরিক বিমান বিধ্বস্তে ইরানের ২ পাইলট নিহত

ইরানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ২ পাইলট নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ২৪ মে ) ইরানের আনারাক শহরে এই ঘটনা ঘটে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইস্পাহান প্রদেশের ২০০ কিলোমিটার পূর্বে একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন।

ইস্পাহান প্রদেশের একজন কর্মকর্তা ইরনা নিউজকে বলেন, বিমানটি গুলি করার অনুশীলন করছিল। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে এটি দুর্ঘটনায় পতিত হয়। 

বিশেষজ্ঞদের মতে, ইরানের নিম্ন নিরাপত্তার রেকর্ড রয়েছে। দেশটিতে প্রায়ই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। ইরানের অধিকাংশ বিমান ১৯৭৯ সালের বিপ্লবের আগে কেনা এবং মেরামত যন্ত্রাংশের ঘাটতি রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের একটি এফ-৫ বিমান একটি বিদ্যালয়ের দেয়ালে আছড়ে পড়ে। এতে দুইজন পাইলট ও  ঘটনাস্থলের এক ব্যক্তি নিহত হন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img