শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ইউক্রেনে আরও উন্নত অস্ত্র পাঠানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধে ২০টি দেশ ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। একইসঙ্গে দেশগুলো কিয়েভে জাহাজবিধ্বংসী হারপুন লঞ্চারসহ আরও অধিক উন্নততর প্রযুক্তির অস্ত্র পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এসব তথ্য জানিয়েছেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণাকারী দেশের মধ্যে রয়েছে ইতালি, গ্রিস, নরওয়ে এবং পোলান্ড।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইউক্রেনের অগ্রাধিকার এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আমরা সবাই গভীর উপলব্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। অনেক দেশ অতি গুরুত্বপূর্ণ আর্টিলারি গোলাবারুদ, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক এবং সাঁজোয়া যান সহায়তা করছে। আর অন্যরা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার অঙ্গীকার করেছে । সূত্র: গার্ডিয়ান

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img