শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রাবাসে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা

আবিদ আজাদ নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

সোমাবার (২৩ মে ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের নির্দেশে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়।

আবিদ আজাদ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। সে রাজশাহী জেলার চারঘাট উপজেলার আরজি ভাট গ্রামের জহুরুল হক প্রামাণিকের ছেলে।আবিদ আজাদের রুমমেট সাব্বির হোসেন বলেন, আমি ক্যাম্পাস থেকে দুপর আড়াইটার দিকে মেসে এসে দরজায় ধাক্কালেও দরজা খোলেনি। পরে ৩টার দিকে রুমের জানালার বাইরে থেকে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির আবিদের ঝুলন্ত মরদেহ দেখার পর মেসের অন্য সদস্যদের ডাকেন। পরে তারা মেস মালিক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। প্রক্টরিয়ার বডির উপস্থিতিতে বিকেল সাড়ে ৪টার দিকে দরজা কেটে লাশ উদ্ধার করে ইবি থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আবিদ আজাদের পরিবার ও তার বন্ধুদের কাছে আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে কেউ কিছু বলতে পারেননি। জানা গেছে, বন্ধুদের সাথে সকালে ক্যাম্পাসে গিয়েছিল। বন্ধুরা ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে।

ইবি থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তাফিজুর রহমান, আমরা খবর পেয়ে মেস থেকে লাশটি উদ্ধার করেছি। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি শোনার পর তার পরিবারকে জানিয়েছি। ইবি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img