শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সুনামগঞ্জে ঢলের তোড়ে ভাঙছে সেতু ও সড়ক, হাসপাতালে পানি সুনামগঞ্জে বন্যার কারণে একের পর এক সেতু ও সড়ক ধসে যাচ্ছে। দুর্গত এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, ক্রমশ ভেঙ্গে পড়ছে গোটা জেলার যোগাযোগ ব্যবস্থা।

শুধু তাই নয় এরই মধ্যে তিনটি হাসপাতাল ডুবে থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। সেইসঙ্গে বন্ধ আছে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয়। সব মিলিয়ে লেজেগোবরে অবস্থা।

বৃহস্পতিবার দুপুরে ছাতক-দোয়ারাবাজার সড়কের পানাইলসেতুর দুই দিকের সংযোগ সড়ক ঢলের তোড়ে ধসে গেছে। ঢলের তীব্রতায় আরও দুটি সেতু ধসেগেছে।

এরমধ্যে রয়েছে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও সেতু এবং বিশ্বম্ভরপুর উপজেলার গজারিয়া রাবার ড্যামের সংযোগস্থল। রাবার ড্যামের অফিস কক্ষও ধসে গেছে।

পাহাড়ি ঢলে চারটি ছাতক ও দোয়রাজার উপজেলাসহ তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদরে অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

বন্যা পরিস্থিতি বিলম্বিত হলে এবং পাহাড়ি ঢল অব্যাহতথাকলে আরও বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

শুক্রবারও সুনামগঞ্জ শহরের কালিপুর, ওয়েজখালী, হাজীপাড়াসহ নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় লোকজন আশ্রয়নিচ্ছেন উচুঁ এলাকায়।

এদিকে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় খোলা হয়েছে ১৫টি আশ্রয়কেন্দ্র। দেখা দিয়েছে খাবার পানির সংকট। বিতরণ করা হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

এদিকে, পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জের তিনটি হাসপাতালে পানি ঢুকে গেছে; এর ফলে সেখানে সেবা ব্যাহত হচ্ছে বলেজানি য়েছেন চিকিৎসক।

জেলা শহরের সুনামগঞ্জ বক্ষব্যাধি হাসপাতাল, ছাতক উপজেলার কৈতক ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও তাহেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নিচতলায় পানি ঢুকে পড়েছে

কোথাও চিকিৎসকদের আবাসিক কোয়ার্টারও প্লাবিত হয়েগেছে। এতে রোগী ও চিকিৎসক উভয়েই ভোগান্তির মধ্যে পড়েছেন।

জেলা ডেপুটি সিভিল সার্জন আব্দুল্লাহ আল বেরুনি খানজানান,জেলার তিনটি হাসপাতালে পানি উঠেছে। এর মধ্যে দুটি হাসপাতালের ভেতরে পানি ঢুকে গেছে।

আর তাহেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডে পানি ঢুকেছে। ভেতরে এখনও যায়নি। সেখানে রাস্তাঘাট ভেঙে পড়ায় রোগীরা আসতে পারছে না।ব্যাহত হচ্ছে চিকিৎসা।

সুনামগঞ্জে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। কখনও অঝোরধারায়, আবার কখনও গুড়িগুড়ি। এরই মধ্যে ঝড়-বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জে সুরমা নদীরপানি এখনও বিপৎসীমার উপরে আছে। তবে গত ২৪ ঘণ্টায় সুরমার পানি সুনামগঞ্জ পয়েন্টে তিন সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img