বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মাঙ্কিপক্স প্রতিরোধে দেশের সব বন্দরে সতর্কতা

উত্তর আমেরিকা ও ইউরোপের ডজন খানেক দেশে ভাইরাসজনিত বিরল রোগ মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ।

ইতোমধ্যে দেশের সবগুলো বিমানবন্দরে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

রোববার (২২ মে) সকালে তিনি এসব কথা বলেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, নতুন কোনো রোগের তথ্য পেলে বন্দরগুলোতে সতর্কতা জারি একটা রুটিন ওয়ার্ক। সে হিসেবে সবগুলো বন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে ইতোমধ্যে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

রোগ নিয়ন্ত্রণ শাখার এই চিঠিতে বিমানবন্দরের মেডিকেল অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে। কারও মধ্যে উপসর্গ থাকলে বা সন্দেহ হলে তাকে চিহ্নিত করে দ্রুত হাসপাতালে পাঠাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, যেহেতু এটা সংক্রামক রোগ, তাই আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। প্রাথমিকভাবে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। কোনো রোগী পাওয়া গেলে সেখানে আইসোলেশনে রাখা হবে।

জানা গেছে, সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা যায়। সর্বপ্রথম বানরের দেহে শনাক্ত হওয়া রোগটি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এবং এর আগে আফ্রিকার বাইরে দেখা যায়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img