শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পাকিস্তানে মার্কিন ডলারের দাম সর্বোচ্চ; ২৩৮ রুপিতে ১ ডলার

রাজনৈতিক অস্থিতিশীলতা পাকিস্তানের অর্থনীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে। দেশটিতে ডলারের দাম পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। ১ মার্কিন ডলারের দাম দাড়িয়েছে ২৩৮ পাকিস্তানি রুপি।

এই ব্যাপারে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, যখন রাজনৈতিক পরিস্থিতি রাতারাতি পরিবর্তন হয় তখন বাজারেও একই প্রভাব দেখা যায়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও চলতি হিসাবের ঘাটতি ডলারের দর বৃদ্ধির প্রধান কারণ বলেও মনে করেন তিনি।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রুপির এ দরপতন ঠেকাতে না পারলে দেউলিয়াত্বের মতো সংকটে পড়তে পারে পাকিস্তান।

আর্থিক খাতের তথ্য সরবরাহকারী সংস্থা মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পাকিস্তানে যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই চাপের কারণেই রুপির এমন দরপতন হয়েছে।

সূত্র: জিও নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img