বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আগাম নির্বাচনের দাবি জানালেন ইমরান খান

পাকিস্তানে আবারও আগাম নির্বাচনের দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

বুধবার (২৭ জুলাই) রাতে দেওয়া এক ভাষণে তিনি এই দাবি জানান।

ইমরান খান বলেন, শুধুমাত্র আগাম নির্বাচনই পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে পারে। পাকিস্তান আজ যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে তা থেকে দেশকে রক্ষা করবে সময়মতো একটি নির্বাচন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেছেন, নির্বাচনে দুর্নীতির অগণিত উপায় নস্যাৎ করতে পারতো ইভিএম। কিন্তু এটির বিরোধিতা করা হচ্ছে।

তিনি বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম তখন পাকিস্তানের অর্থনৈতিক সূচক সঠিক পথেই ছিল এবং শক্তিশালী মহলকে আমি এ সম্পর্কে সতর্ক করেছিলাম। পিটিআই ক্ষমতায় থাকার সময় আমরা কৃষি ক্ষেত্রে এগিয়ে ছিলাম। কোভিড-১৯ মহামারি চলাকালীন আমরা যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছি তা আন্তর্জাতিক সংস্থাগুলোও প্রশংসা করেছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img