শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ঢাকাসহ দেশের বেশ কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

ঢাকাসহ দেশের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় ভারীবর্ষণ হতে পারে। গতকালের তীব্র তাপপ্রবাহের পর হাসফাস অবস্থা রাজধানীবাসীর। আজও সকাল থেকেই সূর্য তাপ ছড়াচ্ছিল অনেক। তবে এখন আকাশ মেঘলা হয়ে এসেছে। যেকোনও সময় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ঝড়ের প্রভাবে ক’দিন তাপমাত্রা কম ছিল। এখন আবার কিছুটা তাপমাত্রা বাড়বে। তবে সেটি একেবারে আগের মতো খুব বেশি নয়। ইতোমধ্যে কিছু এলাকায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে, সেটি আজ সকালেও ছিল। দুপুরের দিকে ঢাকাসহ আশেপাশের এলাকায় নামতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদফতার জানায়, নোয়াখালী, চাঁদপুর, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, খুলনা, রংপুর ও যশোর অঞ্চলসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img