বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

বিয়ের জন্য তরুণ-তরুণীদের বিশাল অংকের অনুদান দেবে লিবিয়া সরকার

বিয়েতে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য ৪০ হাজার দিনার অংকের অনুদানের ঘোষণা দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবিবাহ।

রবিবার (৫ সেপ্টেম্বর) যুব বিষয়ক মন্ত্রী ফাতহুল্লাহ আল জানি ও অন্যান্য মন্ত্রীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এসময় প্রধানমন্ত্রী দাবিবাহ বিবাহ অনুদান প্রদানে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে বলেন, বিয়েতে আগ্রহী তরুণ-তরুণীদের বিনা শর্তে ৪০ হাজার দিনার (প্রায় ৯ হাজার ডলার) অনুদান প্রদান করা হবে।

লিবিয়ার প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা বিবাহ অনুদান বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছি। ইতিপূর্বে আমরা তরুণদের এর প্রতিশ্রুতি দিয়েছিলাম। অনলাইন আবেদনের মাধ্যমে প্রশাসন ও আর্থিক বিষয়াবলি ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে।

এর আগে গত ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী দাবিবাহ এক বিলিয়ন দিনার (২২২ মিলিয়ন ডলার) ‘বিবাহ অনুদান’ হিসেবে বরাদ্দের ঘোষণা দেন। এছাড়ও তরুণদের আবাসন ঋণ বাবদ সাত শ মিলিয়ন দিনার (৩৭৭ ডলার) বরাদ্দের ঘোষণা দেন।

বেসরকারি পরিসংখ্যান মতে লিবিয়ায় গৃহযুদ্ধ পরিস্থিতিতে আর্থিক সংকটের কারণে বিবাহের উপযুক্ত মোট জনসংখ্যার শতকরা ৩৫ ভাগ তরুন-তরুনী বিয়েতে পিছিয়ে পড়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img