শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পাঞ্জশিরে এবার মাসুদের বাড়ি নিয়ন্ত্রণে নিল তালেবান

নিজেদের শত্রুপক্ষের হাতে থাকা সর্বশেষ আফগানের গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জশিরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান। উপত্যকাটির বিদ্রোহী বাহিনী ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) এর অন্যতম নেতা আহমেদ মাসুদের বাড়িও নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তালেবার যোদ্ধারা।

এই মুহূর্তে মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ ও নর্দার্ন অ্যালায়েন্স নেতা মাসুদ পাঞ্জশিরে একটি গোপন আস্তানায় রয়েছেন বলে স্থানীয় সূত্র দাবি করছে।

এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে কাবুলে এক সংবাদ সম্মেলনে পাঞ্জশির নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, গোটা পাঞ্জশির তালেবানের নিয়ন্ত্রণে এসেছে। পাঞ্জশিরের বাসিন্দারা আমাদের ভাই। আফগান নাগরিকরা যেরকম সুযোগ পাবে, তারাও এরকম সুযোগ সুবিধা পাবে। পাঞ্জশিরের বাসিন্দাদের সাথে আচরণে কোনো বৈষম্য থাকবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img