বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

দুবাইকে ‘নিরাপদ’ করতে ইসরাইলীর কোম্পানির সাথে আরব আমিরাতের চুক্তি

নিরাপত্তা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে ও স্বল্প সময়ে জরুরি পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি ড্রোন কোম্পানির সাথে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার ( ১৬ জুলাই) ইসরাইলের প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশিত হয়।

বিবৃতিতে বলা হয়, দুবাইকে আরও নিরাপদ করতে তার পুলিশ বিভাগ ইসরাইলের উড়োযান প্রস্তুতকারী একটি কোম্পানির সাথে ড্রোন সিস্টেম ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। যেকোনও ঘটনায় দ্রুততম সময়ে সাড়া দেওয়ার লক্ষ্যে নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব পালন করবে ওই প্রযুক্তির ড্রোনগুলো।

গত বুধবার আমিরাতের শাসক শেখ মুহাম্মাদ বিন রশিদ আল মাখতুম দুবাইয়ের পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনে যান এবং ড্রোন বক্স প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। তিনি তার টুইট বার্তায় এটিকে একটি উন্নত পরিষেবা হিসেবে আখ্যা দিয়ে বলেন, ক্রিমিনাল কিংবা ট্রাফিক রিপোর্টের ক্ষেত্রে ৪.৪ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে সাড়া দেওয়ার যে সময় ছিলো, ড্রোন পরিষেবা চালু হলে তা ১ মিনিটে নেমে আসবে।

তিনি আরও বলেন, এই পরিষেবাটি দুবাই এক্সপো-২০২০ এ আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ইসরাইলকে তথাকথিত সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে স্বীকৃতি দেয় উপসাগরীয় আরব রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। এরই ধারাবাহিকতায় দেশ দুটি তাদের বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img