বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাবা-মাসহ পরিবারের ৪ জনকে খুনের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের কারাদণ্ড

বাবা-মাসহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ জামানকে (২৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানাডার একটি আদালত।

শুক্রবার অন্টারিওর সুপিরিয়র কোর্ট জাস্টিন মিশেল ফুয়ের্সট ভার্চুয়ালি দেওয়া রায়ে একই সঙ্গে আগামী ৪০ বছর মিনহাজের প্যারোল রহিত করেছেন বলে জানায় টরোন্টো সান।

টরোন্টোভিত্তিক বাংলা সংবাদমাধ্যম নতুন দেশ জানায়, লিন্ডসে অন্টারিওর একটি কারেকশন সেন্টারে অবস্থানরত মিনহাজ ভিডিওর মাধ্যমে রায় শোনেন।

রায় ঘোষণার সময় সে নির্বিকার ছিল এবং কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি বলে কানার সংবাদমাধ্যমগুলো জানায়।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন, ‘নিষ্ঠুর, নৃশংস, ঠান্ডা মাথায় এবং অনুভূতিহীন- এসব শব্দ’ সহিংস এই ঘটনার ভয়াবহতা বর্ণনায় যথেষ্ট নয়।

তিনি বলেন, গলা কেটে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো নিষ্ঠুরতম আর কোনো কাজ হতে পারে না। মিনহাজ জামান কয়েক ঘণ্টার ব্যবধানে চার চারবার এই নৃশংসতম কাজটি করেছে।

গত বছরের ২৮ জুলাই মারখামের একটি বাড়িতে মিনহাজ তার বাবা মনিরুজ্জামান মা মমতাজ বেগম, বোন মেলিসা জামান এবং বাংলাদেশ থেকে বেড়াতে আসা নানি ফিরোজা বেগমকে গলা কেটে হত্যা করে।

গত ২৪ সেপ্টেম্বর আদালতে হত্যার দায় স্বীকার করে মিনহাজ বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না করেই যে তা বন্ধ করে দিয়েছেন সেটি পরিবারের সদস্যরা জেনে যাওয়ার উপক্রম হওয়ায় তাদের খুন করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img