শনিবার, এপ্রিল ২০, ২০২৪

অস্ত্র ও মাদক মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষীর ৫ দিনের রিমান্ড

মাদক ও অস্ত্র আইনের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রবিবার (০৮ নভেম্বর) ঢাকা মহানগরের হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

গত ২৯শে অক্টোবর, মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মুহাম্মাদ দেলোয়ার হোসেন দুই মামলায় ইরফান ও তার দেহরক্ষী জাহিদের সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন।

এর আগে গত ২৮শে অক্টোবর, অস্ত্র মামলার এজাহার আদালতে পৌঁছালে, ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তা গ্রহণ করেন। পরে ১৭ই নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন বিচারক। একই সঙ্গে ইরফান ও জাহিদের বিরুদ্ধে করা মাদক আইনের মামলায় ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের এজাহার গ্রহণ করে, তেসরা ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img