শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পিলখানার অনাকাঙ্খিত ঘটনায় সবার ক্ষতি হয়েছে, পুনরাবৃত্তি যেন না হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিলখানার ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা এ রকম ঘটনা ঘটিয়েছে, তারা নিজের যেমন ক্ষতি করেছে, তেমনি বাহিনী ও দেশের ক্ষতি করেছে।

এ রকম নৃশংস ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোববার সকালে গণভবন থেকে বিজিবি এয়ার উইংয়ের জন্য কেনা দুটি এমআই ৭১ই হেলিকপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহান মুক্তিযুদ্ধে বিজিবির সদস্যদের অবদানের কথা গভীরভাবে স্মরণ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় ছিল, বিজিবির উন্নয়নে কাজ করেছে।

তিনি আরো বলেন, বিজিবি আজ থেকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়েছে। দেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে সীমান্ত রক্ষায় নিরাপত্তা আরো জোরদার করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img