বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

‘ওলামায়ে কেরাম রাজনীতি থেকে দূরে থাকায় দুর্নীতিবাজ ও লুটেরা দেশ চালাচ্ছে’

ওলামায়ে কেরাম রাজনীতি থেকে দূরে থাকায় দুর্নীতিবাজ ও লুটেরা দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ।

তিনি বলেন, ওলামায়ে কেরাম রাজনীতি থেকে দূরে থাকায় দুর্নীতিবাজ ও লুটেরা দেশ চালাচ্ছে। ফলে স্বচ্ছ ও জবাবদিহিতার রাজনীতি চর্চার পরিবর্তে হিংসাত্মক রাজনীতির চর্চা বেশি হচ্ছে। মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে। নাগরিক ও ভোটাধিকার পাচ্ছে না। এমতাবস্থায় সর্বস্তরের জনগণকে কল্যাণমুখি রাজনীতির সাথে সংপৃক্ত হতে হবে। দেশে একটি কল্যাণমুখি রাজনীতির প্লাটফর্ম তৈরি করতে হবে।

যশোর ঝুমঝুমপুর ফজলুল উলুম মাদরাসা মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ যশোর জেলা সম্মেলনে প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নূরী।

যশোর জেলা সভাপতি মাওলানা আবদুল হালিম-এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম ও সেক্রেটারি মাওলানা শোয়াইব হোসেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img