বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

তুরস্কের মালাতিয়া প্রদেশেই হাফেজ হলেন ২৯০ কিশোর-কিশোরী; দেওয়া হলো সংবর্ধনা

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাতিয়ায় অন্তত ২৯০ জন শিশু ও কিশোর-কিশোরী পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তুরস্কের আগামী প্রজন্মের এ শিশু-কিশোরদেরকে এক ঝাকঝমক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৭ নভেম্বর) মালাতিয়া প্রদেশে এ অনুষ্ঠান হয়েছে বলে তুর্কি নিউজ এজেন্সি টিআর জানিয়েছে।

অনুষ্ঠানে দেশটির ধর্ম বিষয়ক সহকারী উপদেষ্টা ইবরাহিম হিলমি, বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং ছেলে ও মেয়ে হাফেজদের অভিভাবকদের পাশাপাশি সাধারণ জনগণও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইবরাহিম হিলমি বলেন, শুধু মালাতিয়া নয়, দেশের যে অঞ্চলেই দেখব উল্লেখযোগ্য কুরআনে হাফেজ আছে, সেখানেই আমরা কোরানিক সংস্কৃতি গড়ে তুলবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img