বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জামালপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

২০১২ সালে জামালপুরে ঘটেছিল এক নির্মম ঘটনা। জমি নিয়ে বিরোধের জের ধরে বাবাকে হত্যা করে তার সন্তান। জামালপুরের সেই আরজ উদ্দিন হত্যা মামলায় পুত্র রুকনুজ্জামান খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে জামালপুর সিনিয়র দায়রা জজ মুহাম্মাদ জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১২ সালের ২২ আগস্ট রমজান মাসে সেহেরী খাওয়ার সময় আরজ উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে তার ছেলে মুহাম্মাদ রুকনুজ্জামান খোকন।

এ ঘটনায় আরজ উদ্দিনের স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কার্যক্রমে ও আদালতে ১২ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় জামালপুরের সিনিয়র দায়রা জজ মুহাম্মাদ জুলফিকার আলী খাঁন মামলার একমাত্র আসামি রুকনুজ্জামান খোকনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img