শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চবির পরীক্ষা স্থগিতই থাকছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনার কথা বলা হলেও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তই বহাল থাকছে।

গত বৃুধবার (২৪ ফেব্রুয়ারি) চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা সমাবেশ করলে সিদ্ধান্ত পর্যালোচনার আশ্বাস দিয়েছিলেন প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। সোমবার সিদ্ধান্ত পর্যালোচনার ফলাফল শিক্ষার্থীদের জানানোর কথা ছিল।

জানতে চাইলে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে কোনো আলোচনা হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাব বলেন, শিক্ষার্থীরা আটকে আছে ২ থেকে ৩টা পরীক্ষার জন্য। পরীক্ষা শেষ করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত না নিলে সব বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরর্বতী কর্মসূচি ঠিক করব।

বাংলা বিভাগের শিক্ষার্থী সুজা উদ্দিন বলেন, আমরা এখনও পরীক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে ক্যাম্পাসে আছি। আমাদের ছাত্র উপদেষ্টা সিরাজ উদ দৌল্লাহ স্যার শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন। আমরা আশা করছি, একটা সমাধান আসবে এবং আমরা পরীক্ষাগুলো দিতে পারব

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান  বলেন, ‘আমরা একা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি চিঠি দিয়েছেন। এখন মন্ত্রণালয় থেকে ইউজিসি হয়ে পরীক্ষার বিষয়ে নির্দেশনা এলে তা কার্যকর করা হবে। আমরা অপেক্ষা করছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img