শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পারেনি ইসরাইল: হামাস প্রধান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার জোর প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ১১ দিনের ওই তাণ্ডবে দখলদার ইসরাইল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্কের তিন শতাংশেরও কম ধ্বংস করতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৬ জুন) ইসরাইল অবরুদ্ধ অঞ্চলটিতে পেশাজীবীদের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা গাজায় হামাসের যুগান্তকারী সাফল্যের ইঙ্গিত দেন।

গাজা উপত্যকায় ইহুদিাবদী ইসরাইলের ১১ দিনের তাণ্ডবের বিপরীতে হামাসের পাল্টা প্রতিরোধকে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে হামাসের সামরিক সক্ষমতার একটি মহড়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সংঘাতে হামাস বেশি শক্তিশালী পক্ষ হিসেবে উঠে এসেছে।

সিনওয়ার আরও বলেন, ইসরাইলের সঙ্গে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা এবং ফিলিস্তিনিদের বিভেদের কারণেই দখলদার বাহিনী গাজায় হামলা চালাতে উৎসাহিত হচ্ছে।

গাজায় ফিলিস্তিনিদের ভোগান্তি কমবে প্রত্যাশা করে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেন, আন্তর্জাতিক সহায়তায় গাজা পুনঃনির্মাণ হবে এবং অর্থনীতি সচল বলে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img