বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

সরাসরি হামলার পাশাপাশি ১২টি ভারতীয় সংস্থায় হানা দিয়েছিল চীনের হ্যাকাররা

পূর্ব লাদাখ সীমান্তে অশান্তির বাতাবরণ তৈরি করেই ক্ষান্ত ছিল না চীন। পাশাপাশি ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিষেবায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে যাচ্ছিল বেজিংয়ের মদতপুষ্ট হ্যাকাররা।

আমেরিকার একটি সংস্থার নতুন রিপোর্টে এই তথ্য জানানো হয়।

রিপোর্টে বলা হয়, গত বছরের মাঝামাঝি সময় থেকে ভারতের কমপক্ষে ১২ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার কম্পিউটার নেটওয়ার্কে একাধিবার ঢুকে পড়েছে চীনের হ্যাকাররা।

সাইবার-কর্মসূচির জন্য সরকারের বিভিন্ন সংস্থার ইন্টারনেট ব্যবহারের উপর নজর রাখা ‘রেকর্ডেড ফিউচার’ নামে ওই সংস্থা জানিয়েছে, ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদক ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) এবং পাঁচটি আঞ্চলিক লোড ডিসপ্যাচে কেন্দ্রে হানা চালানো হয়। যা বিদ্যুতের জোগান এবং বণ্টনের মধ্যে ভারসাম্য বজায় রাখে। যে ১২ টি সংস্থা চীনা হ্যাকারদের নিশানায় ছিল, তার প্রতিটিই গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে বিবেচিত হয়।

ওই রিপোর্ট অনুযায়ী, গত বছর মে’তে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাত শুরুর আগেই সম্ভবত কম্পিউটার নেটওয়ার্কে চীনা মদতপু্ষ্ট হ্যাকারদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল। ভারতের বৈদ্যুতিক ক্ষেত্রের একটি বড় অংশেকে নিশানা করার জন্য গত বছরের মাঝামাঝি সময় থেকে ওই চীনা হ্যাকারদের একটি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহারের প্রবণতা উল্লেখজনকভাবে বেড়েছিল। কয়েকটি হ্যাকিং গোষ্ঠীর সঙ্গে চীনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং চীনা সেনার সঙ্গে প্রত্যক্ষ যোগসূত্র আছে। তবে শুধুমাত্র বৈদ্যুতিক ক্ষেত্র নয়, ভারতের একাধিক সরকারি এবং প্রতিরক্ষা সংস্থার নেটওয়ার্কে হানার দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

মার্কিন সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের মে’র সংঘাতের আগে থেকেই প্লাগএক্স ম্যালওয়ার সি২ ইনফ্রাস্ট্রাকচার ব্যবহারে উল্লেখজনক বৃদ্ধি নজরে আসে আমাদের। অনেকগুলিই পরবর্তীকালে ভারতীয় সংস্থাগুলিকে নিশানা করার জন্য যেগুলি ব্যবহার করা হয়েছিল। কমপক্ষে ২০২০ সালের মে থেকে প্লাগএক্সের কার্যক্রমের মধ্যে ছিল ভারতীয় সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং প্রতিরক্ষা সংস্থাকে নিশানা করা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img