বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আজকে আরও একটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান

লশকরগাহ, ফিরোজ কোহ ও ক্বালা-ই-নওয়ের পর একদিনে আফগানিস্তানের চতুর্থ প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। শুক্রবার পূর্বাঞ্চলীয় লগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম নিয়ন্ত্রণে নেয় তালেবান।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮০ কিলোমিটার দূরের এই প্রাদেশিক রাজধানী দখলের মধ্য দিয়ে এক সপ্তাহের ব্যবধানে মোট ১৬টি প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান।

শহরটি থেকে গাড়িতে করে ৯০ মিনিটে কাবুলে যাওয়া যায়। পুল-ই-আলম দখলের মাধ্যমে রাজধানীর পথে অনেকখানি এগিয়ে গেছে তালেবান।

এদিকে পুল-ই-আলম দখলের পর প্রদেশের গভর্নর ও শহরের গোয়েন্দা বিভাগের প্রধানকে আটক করেছে তালেবান।

সূত্র : আলজাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img