বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনা শনাক্ত হয়ে এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সেখানে করোনায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ময়মনসিংহের। বাকিদের একজন করে নেত্রকোনা ও টাঙ্গাইলের।

তারা হলেন- ময়মনসিংহ সদরের ফেরদৌস আলম (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), জরিনা বেগম (৩৫), ঈশ্বরগঞ্জের জুলেখা বেগম (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), নেত্রকোনা সদরের রইস উদ্দিন (৬৫) ও টাঙ্গাইল সদরের খুকি বেগম (৭০)।

এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা আটজনের জনের মধ্যে সাতজনই ময়মনসিংহ জেলার, অন্যজন নেত্রকোনার বাসিন্দা।

তারা হলেন- ময়মনসিংহ সদরের মিতু আক্তার (১৫), রোজিনা খাতুন (৬৫), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা খাতুন (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা আক্তার (৫০), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নার্গিস আক্তার (৫০)।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img