শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মুফতীয়ে আযমের ইন্তেকালে হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিমের শোক প্রকাশ

উপমহাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সাবেক মজলিসে এদারির প্রধান, মুফতিয়ে আযম আব্দুস সালাম চাটগামী (রহ.)এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা ইয়াহইয়া শোক প্রকাশ করেন।

মাওলানা ইয়াহইয়া বলেন, মুফতিয়ে আযম আল্লামা আব্দুস সালাম (রহ.) ছিলেন উপমহাদেশের বরেণ্য আলেম। পাকিস্তানের সাবেক ও বাংলাদেশের বর্তমান মুফতিয়ে আযম। তিনি ছিলেন, উপমহাদেশের উলামায়ে কেরামের জন্য বিশেষ রহমত। ইলমে হাদীস, ইলমে ফিকাহসহ সর্ববিষয়ে তিনি অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন।

তিনি বলেন, মুফতি আব্দুস সালাম (রহ.) ১৯৪৩ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিজ এলাকায় প্রাথমিক পাঠ সম্পন্ন করে ১৯৫৮ খ্রিস্টাব্দে তিনি ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় ভর্তি হন। ১৯৬৭ খ্রিস্টাব্দে চট্টগ্রামের জিরি মাদরাসায় চার বছর অধ্যয়ন শেষে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। এরপর আরো উচ্চতর শিক্ষার্জনের লক্ষ্যে পাকিস্তানের কারাচীতে অবস্থিত জামিয়া বান্নুরী টাউনে ভর্তি হন। সেখানে জগদ্বিখ্যাত আলেম আল্লামা ইউসুফ বান্নুরী ও মুফতি ওলী হাসান টুংকী (রহ.)এর মত বিজ্ঞ ও প্রাজ্ঞ আলেমের সান্নিধ্যে থেকে ইলমে হাদীস ও ইলমে ফিকহের উপর ব্যুৎপত্তি অর্জন করেন। অধ্যায়নকালীন তার আমল, আখলাক, দক্ষতা, বিচক্ষণতা, মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতায় মুগ্ধ হয়ে বান্নুরী টাউনের সহকারী মুফতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মুফতি ওলী হাসান টুংকী (রহ.)এর ইন্তিকালের পর মুফতি আব্দুস সালাম চাটগামী (রহ.) বান্নুরী টাউনের প্রধান মুফতির পাশাপশি হয়ে উঠেন পুরো পাকিস্তানের প্রধান মুফতি।

জামিয়া প্রধান মাওলানা ইয়াহইয়া আরো বলেন, মুফতীয়ে আযম আব্দুস সালাম (রহ.) ২০০৩ খ্রীস্টাব্দে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে স্বদেশে ফিরে আসেন এবং দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস ও প্রধান মুফতি হিসেবে যোগদান করেন এবং পরবর্তী বাংলাদেশের মুফতিয়ে আযম খেতাব প্রাপ্ত হন। মুফতীয়ে আযম (রহ.) পাকিস্তান ও বাংলাদেশে তার জীবদ্দশায় প্রায় ৫ লক্ষ ফতোয়ায় স্বাক্ষর করেছেন, যা ইতিহাসে বিরল।

মাওলানা ইয়াহইয়া আরো বলেন, মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামী (রহ.) লেখালেখির ময়দানেও ছিলেন সিদ্ধহস্ত। দরস-তাদরিস এর পাশাপাশি লেখালেখিতে বিস্তর অবদান রেখেছেন। তাঁর রচনাবলীর মধ্যে, জাওয়াহিরুল ফতোয়া, আপকা সাওয়াল আওর উনকা জাওয়াব, ইসলামি মায়িশাত কে বুনিয়াদি উসূল, ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মানব অঙ্গের ক্রয় বিক্রয়, রহমতে আলম সা. ও মকবুল দুআ, মুরাওয়াজা ইসলামি ব্যাংকারী, মাকালাতে চাটগামী, করোনা ভাইরাস ও তার শরয়ী বিধান অন্যতম।

শোক বার্তায় মাওলানা ইয়াহইয়া আরো বলেন, মুফতি সাহেব (রহ.) ব্যক্তি জীবনে প্রচারবিমুখ, নির্লোভ, নিরহংকারী ও মুখলেস আলেমে-দ্বীন ছিলেন। তিনি সবসময় নিবৃত্তে থাকতে পছন্দ করতেন। আমি দীর্ঘ এক বছর তাঁর সাথে মাদরাসা পরিচালনায় কাজ করেছি। কিন্তু কখনো তাঁকে কঠোর আচরণ করতে দেখিনি। তিনি ছিলেন শান্ত মেজাজের মানুষ। সর্বদা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকতেন। যখন চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল যে, ৮ তারিখে অনুষ্ঠিতব্য মজলিসে শুরায় তাঁকে দারুল উলূম হাটহাজারী পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, তখন থেকেই তিনি তা নিতে অপারগতা প্রকাশ করছিলেন। সর্বশেষ মঙ্গলবার রাতে আমাকে ডেকে বিনয়ের সাথে দায়িত্ব না দিতেও অনুরোধ জানিয়েছিলেন। এর মাধ্যমেই প্রতীয়মান হয়, তিনি কতটা ক্ষমতা বিমুখ ও উচ্চ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

জামিয়া প্রধান আরো বলেন, মুফতীয়ে আযম (রহ.) ছিলেন, অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় মানুষ। আমি সর্বদা তাঁর সাথে পরামর্শ করে কাজ আঞ্জাম দিয়েছি। তাঁর ইন্তিকালে আমি একজন প্রিয় সঙ্গীকে হারিয়েছি। আর দেশবাসী হারিয়েছেন বিজ্ঞ ও প্রাজ্ঞ একজন আলেমে-দ্বীনকে। তাঁর ইন্তিকালে আমি গভীরভাবে শোকাহত। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়।

শোক বার্তায় জামিয়া প্রধান মরহুম মুফতীয়ে আযম (রহ.)এর রুহের মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাকামের জন্য বিশেষ দোয়া করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img