শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাজারে কমেছে জ্বালানি তেলের বিক্রি

বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় অনেক জায়গায় বিক্রি কমে গেছে। অনেকে ব্যক্তিগতভাবে তেলের গাড়ি চালাচ্ছে কম। গত শুক্রবার (৫ আগস্ট) রাতে ব্যাপক হারে জ্বালানী তেলের দাম বাড়ানোর তিন দিন পর রাজধানীর জনজীবনে এই তাৎক্ষণিক পরিবর্তনের চিত্র মেলে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর অনেক পেট্টোল পাম্প সরেজমিনে ঘুরে এই তথ্য জানা যায়।

জানা যায়, পেট্রোল অকটেন ও ডিজেল নির্ধারিত পাম্প ছাড়া অন্য কোথাও বিক্রি হওয়ার কথা নয়। কিন্তু রাজধানীসহ দেশজুড়েই সবধরণের জ্বালানী তেলের এমন অবৈধ বাজার যুগযুগ ধরে নির্বিঘ্নেই চলে আসছে। বোতলে করে এভাবে সাজিয়ে রাখে যানবাহন মেরামত এবং সার্ভিসিংয়ের দোকানগুলোতে। এসব তেলের ক্রেতাও কম নয়। তবে, গত শুক্রবার জ্বালানী তেলের দাম ব্যাপক হারে বাড়ানোর পর এই বাজারের অনেক দোকানে এসব তেলের বিক্রি কমে গেছে।

পেট্রোল পাম্প গুলো হচ্ছে এসব তেলের বৈধ দোকান। এগুলোর প্রায় সবগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের বিক্রি গত কয়েকদিনে বিভিন্ন হারে কমে গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img