বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

সাড়ে ১০ মিলিয়নেরও বেশি বাসিন্দা পালিয়েছে ইউক্রেন থেকে : জাতিসংঘ

আজ চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১৬৭তম দিন। এ পর্যন্ত রাশিয়ার সেনা অভিযানের কারণে ইউক্রেনের সাড়ে ১০ মিলিয়নেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে।

মঙ্গলবার (৯ আগস্ট) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

এদিকে রাশিয়ার এই সামরিক অভিযানের মুখে ইউক্রেন বেশ কিছু অঞ্চল হারিয়েছে। একই সাথে রাশিয়াও পড়েছে একের পর এক নিষেধাজ্ঞার কবলে।

অন্যদিকে যুদ্ধের ১৬৭তম দিনে এসে ইউক্রেন দাবি করেছে রুশ সেনাদের হটিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনারা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এক ভিডিও বার্তায় দাবি করেছেন, তাদের সেনারা খারকিভের দোভহেনকে শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে। এখন তারা ইজিয়ামের দিকে অগ্রসর হচ্ছে।

সূত্র : রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img