শনিবার, এপ্রিল ২০, ২০২৪

পানির সংকট রাজধানীর বিভিন্ন এলাকায়

রাজধানীর কুড়িল বিশ্বরোড, ভাটারা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, কালাচাঁদপুর, মিরপুর, আগারগাঁও, রায়েরবাজারসহ বিভিন্ন এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে।

পাইপলাইনে সারাদিনেও পানি পাচ্ছে না বাসিন্দারা। কোথাও এক সপ্তাহ, কোথাও বা তিন সপ্তাহের বেশি সময় ধরে এই সমস্যা চলছে। ওয়াসার আঞ্চলিক কার্যালয়গুলোতে অভিযোগ করেও, কোনও প্রতিকার মিলছেনা বলে অভিযোগ ভুক্তভোগীদের।

নগরীর রায়ের বাজার, মহাখালী, আগারগাঁও, কালাচাঁদপুর, বাড্ডা, মিরপুর, ভাটারা, কুড়িল বিশ্বরোডসহ অনেক এলাকায় পানির কষ্ট আরো বেশি। মহাখালীর ওয়ারলেসগেট আমতলীতে এলাকায় সাত দিন ধরে পানি না থাকায় বিক্ষোভও করে এলাকাবাসী। দুই সপ্তাহ পানি না থাকায়, একটি পানির ট্রাক আসলেই লাইনে হুমড়ি খেয়ে পড়ছেন বাসিন্দারা।

ওয়াসা কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, নগরীতে ১০০-এর বেশি পানির পাম্প বিকল হয়ে পড়ে আছে। এছাড়া লোডশোডিংয়ের কারণে পানি উত্তলোন কমেছে। ফলে রেশনিং করেই ঢাকায় পানি সরবরাহ করা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img