শনিবার, এপ্রিল ২০, ২০২৪

তিন দিনে বৃষ্টি আরও বাড়তে পারে

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি বেড়েছে। মৌসুমি বায়ুর শক্তিশালী হয়ে আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এই সময়ে সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার (তিন দিন) মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img