শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আফগানে অবৈধ সম্পর্ক স্থাপনকারী দুই নারী ও এক পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান রহমাতুল্লাহ হামাদ জানিয়েছেন, জাবুলে অবৈধ সম্পর্ক স্থাপনকারী দুই নারী ও একজন পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। এছাড়াও ডাকাতির অপরাধে আরও দুই পুরুষকে জনসাধারণের সম্মুখে বেত্রাঘাত করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) আফগানিস্তানের জাবুলে এই বিচারকার্য সম্পাদন করা হয়। এসময় শাস্তি কার্যকর দেখতে স্থানীয় জনসাধারণের ব্যাপক ভিড় জমে।

এর আগে দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদীস মালানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছিলেন, পূর্বের সকল আইন বাতিল বলে বিবেচিত হবে এবং দেশে শরিয়া আইন কার্যকর করা হবে।

ইতোমধ্যে আফগান সরকার দেশটিতে শৃঙ্খলা ফেরাতে সক্ষম হয়েছে। নারীদের ক্ষেত্রে শতভাগ সুরক্ষার নিশ্চয়তা প্রদানে কাজ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। নারীদের দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে মাহরাম পুরুষ সাথে রাখা বাধ্যতামূলক করেছে দেশটি। শরিয়া আইন বাস্তবায়নে অনেকটাই সফল হয়েছে দেশটির বিচার বিভাগ।

উল্লেখ্য; বর্তমান সরকারের আমলে এই প্রথম জনসম্মুখে শরিয়া আইনের ভিত্তিতে ব্যক্তিদের শাস্তি দেওয়া হচ্ছে।

সূত্র : টোলো নিউজ
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img