শনিবার, এপ্রিল ২০, ২০২৪

শরিয়া বিরোধী কোনো আন্তর্জাতিক নির্দেশনা আমরা মানবো না : আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন কোন নির্দেশনা মানবে না ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

এই বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হাক্কানী বলেছেন, ইসলামি শরিয়া বিরোধী কোনো আন্তর্জাতিক নির্দেশনা আমরা কখনোই মানবো না।

শনিবার (৬ আগস্ট) আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সিরাজুদ্দীন হক্কানী বলেন, “অন্যের আশায় বসে থাকবেন না! ওরা বলে তোমরা ওটা মেনে নাও, আমরা এটা মেনে নেব। অর্থাৎ বদলা-বদলি। যদি এগুলো মেনেই নেই, তবে গত দীর্ঘ ২০ বছর ধরে আমরা তোমাদের সাথে রক্তক্ষয়ী লড়াই করলাম কেন? হ্যা, আমরা মেনে নেব, কিন্তু সেটা ইসলাম ও জাতীয় নীতির উপর ভিত্তি করে।”

সাধারণ জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, “নিজেদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আরও প্রচেষ্টা চালাতে হবে আমাদের। যখন আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠব, তখন আমাদের আর বিশ্বের উপর নির্ভর করতে হবে না।”

তিনি বলেন, “জনগণ আমাদের কাছ থেকে কী আশা করে? গত বিশ বছরে সরকার তাদের দাবি পূরণ করেনি, সরকার দুর্নীতিগ্রস্ত ছিল, আজ তারা আমাদের কাছ থেকে ভালবাসা চায় ‍এবং তারা ভালো নৈতিকতা চায়। সেই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

সূত্র: টোলো নিউজ
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img