শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

হাটহাজারী মাদরাসা সফরে বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা সফর করেছেন আল হাইআতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান।

আজ সোমবার (৮ আগস্ট) বিকালে হাটহাজারী মাদরাসায় এসে পৌঁছেন আল্লামা মাহমুদুল হাসান। পরে জামিয়ার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

জামিয়ার দারুল হাদীস মিলনায়তনে দাওরায়ে হাদীস শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বয়ান করেন আল্লামা মাহমুদুল হাসান।

তিনি বলেন, উম্মুল মাদারিস জামিয়া দারুল উলূম হাটহাজারী ইসলামী অঙ্গনে বহুমুখী দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের খ্যাতি সারা বিশ্বময়। এই প্রতিষ্ঠানের ফারেগ উলামায়ে কেরাম দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও বিশ্বের নানা প্রান্তে দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আজকাল কেউ কেউ থানভী রহ. ও মাদানী রহ.-এর সিলসিলাকে পার্থক্য করে থাকেন। অথচ তাঁরা দুই জনের পরস্পরের সম্পর্ক মুহাব্বতপূর্ণ ও ঘনিষ্ঠ ছিল। সুতরাং আমাদের সকল পূর্বসুরী আকাবির হযরতগণের প্রতি সম্মান ও মর্যাদা বজায় রাখবেন।

আল্লামা মাহমুদুল হাসান বলেন, মাদরাসাসমূহের নিজস্ব পরিভাষা ব্যবহার করবেন। কথায় ও লেখায় কখনো বিজাতীয় ও অন্যদের পরিভাষা ও শব্দ ব্যবহার করবেন না। নিজেদের আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধ অটূট রাখবেন। মাদরাসা পড়ুয়া কেউ কেউ কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রিন্সিপাল, অধ্যক্ষ, ক্যাডেট মাদ্রাসা ইত্যাদি পরিভাষা ব্যবহার করে থাকেন। অথচ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কেউ তো মাদরাসার পরিভাষা মুহতামিম, জামাত, জামিয়া ও দরস বলে না। তাই নিজেদের পরিভাষার উপর নিজেদের আস্থা ও শ্রদ্ধাবোধ বজায় রাখা গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন জামিয়া দারুল উলূম হাটহাজারীর সহযোগী পরিচালক মুফতী জসিমুদ্দীন, মাওলানা হাফেয শোয়াইব জমিরী, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

আল্লামা মাহমুদুল হাসান আসরের পরে জামিয়ার কবরস্থানে আল্লামা শাহ আহমদ শফী রহ., আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., আল্লামা আবদুস সালাম চাটগামী রহ. ও আল্লামা নূরুল ইসলাম জিহাদীর কবর যিয়ারত করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img