বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সুদানে অভ্যুত্থানে আটক ৪ মন্ত্রীকে মুক্তির নির্দেশ দিল সেনাপ্রধান

সুদানে সেনা অভ্যুত্থানের সময় গ্রেফতার চার মন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাপ্রধান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ নভেম্বর) সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এ নির্দেশনা দেন।

সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই চার মন্ত্রী হলেন, টেলিযোগাযোগমন্ত্রী হাসেম হাসাব আলরাসউল, বাণিজ্যমন্ত্রী আলী গেদ্দো, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং যুব ও ক্রীড়ামন্ত্রী ইউসুফ আদম।

গত সপ্তাহে সেনাপ্রধান আল-বুরহান বলেন, তিনি নতুন সরকার গঠন করতে যাচ্ছেন, টেকনোক্র্যাট মন্ত্রীদের নিয়ে এবং প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক এর নেতৃত্ব দেবেন। পরে হামদকের কার্যালয় থেকে বিষয়টি প্রত্যাখ্যান করা হয়।

এদিকে, সেনা অভ্যুত্থানের জেরে সুদানে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। টানা কয়েক দিন ধরে সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img