শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিধিনিষেধের ১৩ তম দিনে ঢাকায় গ্রেপ্তার ৪২৫

দেশে করোনা নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনে বের হওয়ার অভিযোগে ঢাকায় আরও ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ আগস্ট) লকডাউনের ত্রয়োদশ দিন ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি ১৭৯ জনকে মোট তিন লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৪০৭টি গাড়িকে মোট ৯ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে বলে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানিয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও রোববার পোশাক কারখানা খুলে দেওয়ার পর তাকে ঢিলেঢালা ভাব এসেছে। সড়কে গাড়ি বেড়েছে। পাড়া-মহল্লায় দোকানও খুলতে শুরু করেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সরকার ইতোমধ্যে লকডাউনের মেয়াদ ১০ আগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এদিকে, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছেন আরও ২৪১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img