শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রীর ইন্তেকালে হেফাজত মহাসচিবের শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা ও জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রী মরিয়ম বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

আজ (৪ আগস্ট) এক শোক বার্তায় তিনি বলেন, দেশের আলেম সমাজের মুরব্বী আল্লামা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমা ছিলেন অত্যন্ত বুজুর্গ মহিলা। তিনি মৃত্যু অবদি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সাহেবের জীবনসঙ্গী হিসেবে তাঁকে সহযোগিতা করে গেছেন। একই সাথে এই মহীয়সী নারী রত্নগর্ভা মা। তাঁর সন্তানরা সকলেই দ্বীনি অঙ্গনের সাথে যুক্ত। আমরা দুয়া করি মহান আল্লাহ মরহুমাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমরা মরহুমার পরিবার-পরিজনসহ সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। দুয়া করি আল্লাহ যেন সকলে সবরে জামিল দান করেন। আমীন।

উল্লেখ্য; আজ (৪ আগস্ট) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা ও জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রী মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭৭ বছর। তিনি ৩ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img